সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটে সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মানিকদীর গ্রামে। জানাযায়, মানিকদীর গ্রামে মোহাম্মদ জাফরউল্লার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনায় একটি টিনের ঘরসহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরপরই সুজানগর দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।