আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:- পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সাহবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দিন থেকেই আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরনের করা হয়।
এ উপলক্ষে গত সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল আটঘরিয়া বাজার প্রদক্ষিন করে মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতায় আটঘরিয়া বাসীর পক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি আঃ গফুর মিয়া, সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল, পাবনা জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান টুটুল, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মকুল, উপজেলা যুব লীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার সাহা, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে কুলসুম, সাধারন সম্পাদক শেফালী খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পামেলা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম নাছিম ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি বুলবুল করিম সহ অনেকে। সবার মাঝে মিষ্টি বিতরন করা হয়।
অভিনন্দন জ্ঞাপন:- পাবনার কৃতি সন্তান সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি মনোনিত হওয়ায় আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া ও সাধারন সম্পাদক প্রভাষক আমজাদ হোসেসসহ সাংবাদি মোঃ ইয়াছিন ও মোঃ আফতাব হোসেন, আটঘরিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশবিবরন প্রতিকার প্রকাশক মলিনা পারভিন ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে আব্দুস সাত্তার মিয়া,অভিনন্দন জানিয়েছে।
সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ায় মিষ্টি বিতরণসহ আটঘরিয়ায় অভিনন্দন ও আনন্দের বন্যা
আটঘরিয়া
2 Mins Read
Previous Articleবউয়ের বাড়ি পৌঁছার পূর্বেই বরের গাড়ি উল্টে বরসহ ৪ জন আহত।
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment