স্টাফ রিপোর্টার
দক্ষিণ-এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার আয়োজনে গরিব-অসহায় মানুষদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদউপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় পাবনা পিসিসিএস মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণপূর্ব এক আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তোসলিম হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চিকিৎসক, পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ রিয়াজুল হক রেজা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোক্তার হোসেন ও সোনালি ব্যাংক লিমিটেড পাবনার এজিএম মোঃ শফিকুল ইসলাম।স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটির শুভ সূচনা করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান।
ঈদ উপহার সামগ্রী বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ রিয়াজুল হক রেজা বলেন, বর্তমান দুর্মূল্যের বাজারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। সমাজে নানান শ্রেণি-পেশার মানুষ আছে। বিত্ত-বৈভব বেশি হবার কারণে অনেকেই হয়তো অসহায় মানুষদের এর চেয়েও বেশি সাহায্য করতে পারেন কিন্তু সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতো এভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মানসিকতা সবার মধ্যে থাকে না। তিনি বলেন, অনেক ধনী মানুষের বাড়িতে একখানা শাড়ীর আশায় রোদেপুড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে হয় অথচ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন একটা হলরুমে, সুন্দর পরিবেশে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী গরিব-অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছে। প্রধান অতিথি প্রফেসর ডাঃ রিয়াজুল হক রেজা উল্লেখ করেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান তাঁর স্বাগত বক্তব্যে বলেছেন এটা কোন দান নয়, আমরা কোন গরিব মানুষকে দান করছি না। আমরা ঈদ উপহার সামগ্রী হিসেবে এটা গরিব-অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছি। তাঁর এই শব্দচয়নের মধ্যে আমি মানবিকতার শ্রেষ্ঠত্ব খুঁজে পাই।
সভাপতির বক্তব্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক এ্যাড. তোসলিম হাসান সুমন বলেন, বর্তমানে সত্য কথার ও ন্যায়পরায়নতার কোন মূল্যায়ন হয়না। যার কারণে আমি গরিবের যতই উপকার করি , সমাজসেবা বা রাজনীতি যাই করি না কেন, পাবনাকে একটি সুন্দর শহর গড়ার গুরুদায়িত্ব এখনও পাইনি। যদিও নমিনেশন পাই, তা ছলে-বলে-অপকৌশল করে কেড়ে নেয়া হয়। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে যাব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমার অব্যাহত থাকবে এবং স্বচ্ছতার সাথেজীবন চালানোর চেষ্টা করে যাব ইনশাল্লাহ্।
স্বাগত বক্তব্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান বলেন, বর্তমানে সারাদেশে লাগাতার খরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈদ সামগ্রী নিতে আসা মানুষদের প্রতি তিনি আহ্বান জানান বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে শীতল রাখার জন্য।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক শিক্ষক-সাংবাদিক সাহানুর রহমান, পিসিসিএস’এর ম্যানেজার রেজাউল করিম ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী ইসতিয়াক হায়দার খান।
উল্লেখ্য এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০ জন গরিব ও অসহায় মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেয়া হয় । যার প্রতিটি ব্যাগে চাল-ডাল, লবণ, চিনি, সেমাই, পেঁয়াজ, সাবানসহ খাদ্য সামগ্রী রয়েছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পাবনা শাখার আয়োজনে গরিব-অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
পাবনা সদর
3 Mins Read
Previous Articleঈশ্বরদীতে অতি তীব্র তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment