সাঁথিয়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালী সারাদেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পরপরই পাবনার সাঁথিয়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে সাঁথিয়ায় ১শ’ ৪২টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এনিয়ে পর্যায়ক্রমে সাঁথিয়া উপজেলায় মোট ৬শ’৯৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেল। এ উপলক্ষে বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য দেন,সহকারি কমিশনার (ভূমি)মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা আ’লীগ সভাপতি হাসান আলী খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সুজয় কুমার সাহা,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু,চেয়াম্যান মীর মঞ্জুর এলাহী প্রমুখ। পরে উপজেলা প্রশাসন ও সুফলভোগীরা বর্ণ্যাঢ্য আনন্দ র্যালী বের করে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।