সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিÑ:
সারাদেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রধান অতিথি হিসাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিয়ে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। জানা গেছে, উপজেলার ২৬৫টি কেন্দ্রে ৬ থেকে ১১মাস বয়সি ৬হাজার ৪শ’ ৫৬ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৯হাজার ৯শ ১৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, টিএইচএ ডা. সুজয় সাহা,আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিক্যাল অফিসার সজিব সাহা, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা,প.প.প কর্মকর্তা অলক কুমার পাল প্রমুখ