সাঁথিয়া প্রতিনিধি-ঃ সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় বিশ^ ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার(১৫মার্চ)সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ আব্দুল হাই,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরওয়ার,বোয়ইলমারী বাজার বনিক সমতিরি সভাপতি আব্দুস সামাদ মোল্লা,আব্দুল লতিফ ও শিক্ষার্থী বৃন্দ।