রবিউল রনি: সাঁথিয়া রক্তদাতা ইউনিটের উদ্যোগে পাবনার সুজানগর দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৬০০ শিক্ষার্থীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ইউনিটের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক নূর মোহাম্মদ নুরু এর নেতৃত্বে সাঁথিয়া রক্তদাতা ইউনিটের সকল সেচ্ছাসেবক এসময় উপস্থিত ছিলেন। কাশিনাথপুর সেবা মাল্টিকেয়ার হসপিটালের সৌজন্যে এই বিশাল কর্মসূচি সফল করা হয়। এই সময় উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার অব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহ্ নেওয়াজ মিন্টু, সরকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মৃধা, আহম্মদপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি স্বপন মিয়া প্রমূখ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। তৃণমূলে শিশু শিক্ষার্থীদের এই রক্তের গ্রুপ নির্ণয় সকলকে স্বাস্থ্য সচেতন করবে বলে জানায় এলাকাবাসী।