রফিকুল ইসলাম সুইট : পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পাওয়া অন্ধ লিলি বেগম চোখের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি ঘর হস্তান্তর ও পাবনা জেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়। এসময় আশ্রয় প্রকল্পে জমিসহ ঘর পাওয়া লিলি বেগম বক্তব্যদেন। লিলি বেগমের জীবনের ঘাত প্রতিঘাত ও অন্ধ হওয়ার করুন ঘটনা শুনে আপ্লুত প্রধানমন্ত্রী আই স্পেশাল হাসাপালে লিপির চিকিৎসার নির্দেশনা দেন। লিপির চিকিৎসার ভার নেয়ায় প্রধানমন্ত্রীর মানবিকতায় অভিভুত পাবনাবাসী।
বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি ঘর হস্তান্তর ও পাবনা জেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়। এসময় আশ্রয় প্রকল্পে জমিসহ ঘর পাওয়া অন্ধ লিলি বেগম বক্তব্যদেন।
লিলি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি অন্ধ আপনাকে দেখতে পারছি না কিন্ত আপনার সাথে কথা খুব খুশি। আমি গাজীপুরে চাকরী করতাম । আমি অসুস্থ হওয়ার পর আমার স্বামী আমাকে ফেলে রেখে চলে যায়। আমি বেড়ায় বাবা মার কাছে চলে আসি। আমার এক সন্তান। বাবা আমার চিকিৎসার জন্য জমি ঘর সব বিক্রি করে সর্বহারা হয়ে পরে। অর্থের অভাবে ভালো চিকিৎসা না পাওয়ায় আমার দুটি চোখ অন্ধ হয়ে যায়। সেই থেকে আমি অন্ধ ও অসুস্থ। পরে মুজিব বাদে খুপরি ঘরে থাকতাম। নিরাপত্তা হীনতায় ঘুম হতো না। খাবার জুটত না। ছেলের বয়স ৮ বৎসর ঠিকমত লেখাপরার খরচ দিতে পারছি না। আপনার দেয়া ঘর আমার কাছে রাজ প্রসাদ। আমার বাবা মা ছেলে নিয়ে থাকি এই ঘরে। আমার সন্তানের ঠিকানা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আপনি আমাদের ঠিকানা দিয়েছেন আল্লাহ যেন আপনার বাবা মা ভাই সহ সবাইকে বেহেস্তে ঠিকানা করে দেয়। লিলির কথা শুনার পর তার চিকিৎসার ব্যবস্থার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মানবিকতায় অভিভুত পাবনাবাসী।
পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক আব্দুল মতীন খান বলেন, আমি খুব খেয়াল করে লক্ষ করছিলাম লিপি যখন বক্তব্য দেয় তখন প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে শুনছিলেন। দেখে মনে হয়েছে লিপির জীবন কাহিনী শুনে প্রধানমন্ত্রী আপ্লুত হয়ে পরেছেন। প্রধানমন্ত্রীর এই মানবিকতায় আমি অভিভুত।
লিলি’র চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী : অভিভুত পাবনাবাসী
পাবনা সদর
2 Mins Read
Previous Articleসুজানগরসহ জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
Next Article ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো পাবনা
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment