ইউএনএস: হতদরিদ্র রিকশা চালক মনসুর আলী গং ভূমি দস্যু ও সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে জালালপুরস্থ নতুন পাড়া ফকিরপাড়া এলাকায়। সুত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মনসুর আলী গং ৪০ বছর ধরে নি¤œ তফশীল বর্ণিত সম্পত্তিতে (জালালপুর মৌজার এস এ খতিয়ান নং ৩০০ দাগ নং ২১৫, ২১৬ ও ২১৭ এবং আর এস খতিয়ান নং ৫৩৫ আর এস দাগ নং ২৪৩ এর ৩০ শতাংশ) আধাপাকা ঘর করে বসবাস করে আসছে। জমির নিয়োমিত খাজনা খারিজ থাকা সত্তেও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আইয়ুব আলী ও মৃত মজির উদ্দিনের ছেলে মোকছেদ আলী ভুয়া দলিল দেখিয়ে গত ২০২২ এম আর ৩০ ও ২০২৩ সালে পাবনা আদালতে পিটিশন মামলা নং ৭৭৫/২২ এবং ২১৭/২৩ দায়ের করে সম্পত্তি তাদের দখলে আছে বলে আদালতে আবেদন করেন।
জানা যায়, আইয়ুব আলী ও মোকছেদ আলী ঐ জমি জবর দখলের চেষ্টায় এলাকার সন্ত্রাসী দ্বারা ভয় ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হতদরিদ্র রিকশা চালক মনসুর আলী এই ঘটনায় আতংক গ্রস্থ ও ভীতসন্ত্রস্ত। আরও জানা যায় গত মার্চ মাসে তার বাড়ীতে টিনসেট মুদির দোকানটি ভাংচুর করায় পাবনা সদর থানায় অভিযোগ করেন যার এনজিআর মামলা নং ৩০। মামলা দায়েরর পর থেকেই মনসুর আলী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন।
এলাকাবাসী জানান, এলাকার সন্ত্রসী গ্রুপের সাথে যোগসাজসে এহনো কর্মকান্ড করতে সাহস পায়। ইতিপূর্বেও এদের অত্যাচারে মৃত লাল মিঞার পরিবার বাড়ীঘর ছেড়ে নিঃস্ব হওয়ার খবর পাওয়া গেছে।