রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলায় সর্বমোট ৩ হাজার ৬শ ৫৫ টি ঘর হস্তান্তর করার মধ্য দিয়ে আর কোন গৃহহীন ও ভুমিহীন না থাকায় পাবনা জেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হলো।
বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে পাবনা জেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন।
যারা জমিসহ বাড়ি পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এইসব বাড়ি আপনাদের মর্যাদা বাড়াতে সাহায্য করবে’।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের জন্যে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন সেসব মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা দেখে তাঁর আত্মা খুশি হবে। সকল ষড়যন্ত্র ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কওে জনগণের আথ সামাজিক উন্নয়ন করতে পেরেছি। আমাদের উপর বিশ^াস রাখবেন। যারা বাড়ি পেয়েছেন তাদের বাড়ির ভিতরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নত রাখবেন এবং গাছ লাগাবেন। যদি কেউ বাদ পওে থাকেন তাদেও কেউ ঘর দেয়া হবে। বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।
জেলা প্রশাসক জানান, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে এবার পাবনার পাঁচটি উপজেলার মধ্যে চাটমোহরে ৭৮টি, ভাঙ্গুড়ায় ৪১টি, ফরিদপুরে ১১৩টি, সুজানগরে ৫৩টি, বেড়ায় ৩৬১টি ঘর হস্তান্তর করা হয়। ইতিমধ্যে উপকারভোগী বাছাই করে তাদের কবুলিয়াত ও নামজারি সম্পন্ন হয়েছে। সেই সাথে তাদের দখলও বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে তিন হাজার ৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে জেলায় এক হাজার ৫১৮টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে প্রথম ধাপে গত ২২ মার্চ ৮৭২টি ঘর প্রদান করা হয়েছে। আর দ্বিতীয় ধাপে প্রদান করা হচ্ছে ৬৪৬টি ঘর।
অনুষ্ঠানে পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান পান্তে ছিলেন ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মু. হুমায়ুন কবীর, পাবনা জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, আশ্রয়ন প্রকল্পে সুবিধাভোগী ভ্যান চালক আব্দুর রাজ্জাক, অন্ধ প্রতিবন্ধি লিপি খাতুন প্রমূখ।
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো পাবনা
পাবনা সদর
2 Mins Read
Previous Articleলিলি’র চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী : অভিভুত পাবনাবাসী
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment