ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা পূর্বপাড়া ত্রিমোহনী মোড়ে একই গ্রামের কুরবান আলীর ছেলে ওসমান আলী (৫) সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (১৮এপ্রিল) বিকাল ৫টার দিকে নিহত ওসমান আলী বাড়ির পার্শ্বে ত্রিমোহনী মোড়ে দোকানে খাবার কিনে রাস্তা পারাপার সময়ে বিপরীত দিকে থেকে একটি দ্রুতগামী সিএনজি স্বজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তৎক্ষণিক এলাকা বাসী শিশু ওসমান আলী উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পারভাঙ্গুড়া ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিএনজি চাপায় নিহত শিশু ওসমান আলী তার ওয়ার্ডের হৃতদরিদ্র কুরবান আলীর ছেলে। ঘাতক সিএনজি চালক ঘটনার পর দ্রুতবেগে পালিয়ে যাওয়ায় তাকে চিহিৃত করা যায়নি। কোন অভিযোগ না থাকায় রাত্রেই শিশুটি দাফন করা হবে।