ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সারাদেশের ন্যায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ একদফা দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক-কর্মচারী গণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত বৃহস্পতিবার (২০জুলাই) বিকাল ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে পৌরশহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে অবিলম্বে শিক্ষক সমাজের এ ন্যায্যদাবী মেনে নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বিবি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,কয়ড়া ছড়া আলিম মাদ্রার অধ্যক্ষ মাওঃ মোঃ আনসার আলী,চরভাঙ্গুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, পুকুরপাড় আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান মোঃ রওশন আলী, মোহাম্মদ আনিসুর রহমান, বড়বিশাকোল দাখিল মাদ্রাসা সুপার খাইরুল ইসলাম, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক(ভারপ্রাপ্ত),আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বাড়িভাড়া, উৎসবভাতা, চিকিৎসা ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার নানা বৈষম্য তুলে ধরে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জোর দাবি জানান। উল্লেখ্য, মানববন্ধন পূর্বে পৌরসদর সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে শিক্ষক-কর্মচারীবৃন্দ সদরের ভাঙ্গুড়া বাজারস্থ বকুলতলায় সমবেত হয়ে দাবি-দাওয়া আদায়ের শ্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।