ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সদরের ভাঙ্গুড়া বাজার কিংস প্লাজায় অবস্থিত ফেন্ডস ফ্যাশন ও অটোড্রাই ক্লিনার্সে আকশ্মিক অগ্নিকান্ডে প্রতিষ্ঠানটির প্রায় ৮লক্ষাধিক টাকার মালামাল সহ সবকিছু পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার(১৭এপ্রিল) দিবাগত রাত্রি প্রায় ৩টার দিকে সদরের ভাঙ্গুড়া বাজার মেইন রোডের কিংস প্লাজায় অবস্থিত রেডিমেট গার্মেন্টস কাপড়ের দোকান ও লন্ডী ব্যবসায়ীর দোকানে আকশ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে দাউ-দাউ করে অগ্নিকান্ডের লেলিহান শিখা ও ধূয়া বের হয়ে আসে। এ সময় বাজারে নিয়োজিত নিরাপত্তা কর্মিরা অগ্নিকান্ড দেখতে পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ সহ ভাঙ্গুড়া বাজার মসজিদের মোয়াজেম সাহেব কে জানান। এ সময় মাইকে আগুন-আগুন বলে চিৎকার করে ডাকাডাকি করলে বাজারের চারদিক থেকে লোকজন জড়ে হয়ে আগুন নোভাতে প্রাণবন্ত চেষ্টা করে। অপর দিকে একই সময়ে সংবাদ পেয়ে পার্শ্ববর্তী চাটমোহরে অবস্থিত ফায়ার স্টেশনের একটি নির্বাপন ইউনিট ঘটনা স্থলে এসে অগ্নি নেভাতে সহযোগিতা করলে প্রায় ২ঘন্টার মধ্য অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আসে। এ সময়ে তালাবদ্ধ দোকানে সমস্ত মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। পাশাপাশি অগ্নিকান্ডের লেলিহান শিখার থাপায় কিংস প্লাজায় দু’তিনটি দোকানের মালামাল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর কাকা দুলাল চন্দ্র দাস জানান, তার মেঝদার ছেলে ভাতিজা পিন্টু প্রতিদিনের ন্যায় কেনা-বেজা শেষে দোকান ঘর বন্ধ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। রাত্রি প্রায় ৩টার দিকে মসজিদের মাইকে আগুন-আগুন ডাকাডাকির চিৎকার শুনে আমরা মার্কেটে গিয়ে দোকানে অগ্নিকান্ড দেখতে পাই। তিনি জানান, ধারণা করা হচ্ছে দোকান ঘরের বৈদ্যুতিক সংযোগের শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এ দিকে পরিবারের একমাত্র আয়ের উৎস দোকানটির সমস্ত মালামাল পুড়ে নিঃস্ব ব্যবসায়ী পিন্টু দাস ভাঙ্গুড়া উপজেলা ও পৌর প্রশাসন বরাবর পুনরায় দোকান ব্যবসার মাধ্যমে পরিবার পরিজন নিয়ে বাচার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন।