ভাঙ্গুড়া প্রতিনিধি: ” এসো হে নবীন, মোর বিদ্যাপীঠে গড়ে দিব জীবন তোমার অদুর ভবিষ্যতে ” এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় পাবলিক স্কুলের এক পাশে বসেছে নবাগত শিক্ষার্থীরা যাদের চোখে-মুখে জলজল করছে বিষ্ময়ের আলো। অপর পাশে ছলছল চোখে বিদায়ের অপেক্ষায় বসে আছে বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষকদের মাঝে একদিকে যেমন আছে নতুনদের বরণ করার, আনন্দ অপর দিকে আছে পুরাতনদের বিদায় দেবার বেদনা। এমনি এক পরিবেশে এক দিকে বরণ করা হলো ভাঙ্গুড়া পাবলিক স্কুলের নবাগত শিক্ষার্থীদের, অপরদিকে বিদায় জানানো হলো এসএসসি পর্রীক্ষাীদের।
১৮ মার্চ শনিবার সকাল ১০টা দিনব্যাপী সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ মাঠে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৩অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কালীচরণ দত্ত এর সভাপতিত্বে এবং শিক্ষক জামাল উদ্দিন’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র ভাঙ্গুড়া পৌরসভা ও সাধারণ সম্পাদক বাংলাদশ আওয়ামীলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা মো: গোলাম হাসনাইন রাসেল, বিশেষ অতিথিসি: সহ:সভাপতি উপজেলা আওয়ামীলীগ জাকির হোসেন ছবি, পাবনা জেলা পরিষদ সদস্য মো: আসলাম আলী, পাবনা জেলা পরিষদের সংরক্ষিত মাহিলা সদস্য মোছা: আফিয়া সুলতানা আখি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া পাবলিক স্কুলের পরিচালক মানিক দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান ও ইবনুল হাসান সাকিল, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৌর মেয়র বক্তব্য বলেন, তোমাদের যাত্রা সফল হোক, সুন্দর হোক আগামীতে তোমরা সামনে এগিয়ে যাও। কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতির সাথে যুক্ত থাকতে হবে। কারণ বিপথ থেকে সাংস্কৃতিই টেনে আনতে পারে।