ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজ-সাজ পরিবেশে উপজেলার তিনটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মোলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২জুলাই)সকাল ১১টায় উপজেলার অষ্টমনিষা,দিলপাশার ও মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সার্বিক সহযোগিতায় সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় উন্মুক্ত মঞ্চে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক মোঃ সুমন আলী বাবুর সঞ্চালিত সম্মোলন উদ্ধোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ গোলাম মোর্তুজা সুজন।
সন্মোলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীর জনকের হাতে গড়া প্রিয় এ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে’র অতীত ও বর্তমান যে কোন সময়ে সংগঠনটির অবদান উল্লেখ করে বক্তব্য রাখেন,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে আহমেদ শরীফ ডাবলু,ইঞ্জিয়ার রহুল আমিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সংগঠনটির আতীত ঐহিত্য তুলে বক্তব্য রাখেন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আক্তার শিপার,ভাঙ্গুড়া উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ এবং প্রধান বক্তা ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শামীম হোসেন আরিফ প্রমূখ।
সম্মোলনে দ্বিতায়ার্ধে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আলোচনায় বসে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় অষ্টমনিষা,দিলপাশার ও মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া করছিলেন