ভাঙ্গুড়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় এবং ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসব্রিফিং উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)বিপাশা হোসাইন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটি সভাপতি বিকাশ চন্দ্র চন্দ,সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক,বদরুল আলম বিদ্যুৎ, মাসুদ রানা, আব্দুর রহিম,গিয়াস উদ্দিন প্রমূখ।
উল্লেক্ষ্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন ধাপে উপজেলায় ৫৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ ২ শতাংশ জমিসহ ৪র্থ পর্যায়ের ১২টি গৃহ হস্তান্তর করা হবে।