ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে গরীব-অসহায় পরিবারের মধ্যে গত দু’দিনে সুশৃংখল পরিবেশে ১০কেজি করে ভিজিএফ -এর চাউল বিতরণ করা হয়েছে। গত সোমবার-মঙ্গলবার(১৯-২০জুন) পৌর এলাকার ৯টি ওয়ার্ডের গরীব-দুস্থ পরিবারের মধ্যে কার্ডের মাধ্যমে এই চাউল বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বরাত আলী।
বিতরণ কালে উপস্থিত থেকে তদারকির দায়িত্বে ছিলেন, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোফাজ্জল হোসেন মজনু,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার অফিসের সার্ভেয়ার রওশন আলী, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ সহ স্ব-স্ব ওয়ার্ডের সাধারণ-সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ,পৌরসভার কর্মকর্তা- কর্মচারী,ওয়ার্ডের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ৬শ’ ২১টি অসহায় ও দরিদ্র প্রত্যেক পরিবারকে ১০কে করে চাউল বিতরণ করা হয়েছে।