ভাঙ্গুড়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বিকালে দলীয় কার্যালয় হতে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আঃলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ -এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৩ আসন(ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর)এর এমপি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাবেক মেয়র আব্দুর রহমান প্রধান প্রমূখ।
প্রতিবাদ সভায় সকল বক্তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, রেজাউল করিম রাজা,রমজান আলী খান, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রন্জু, শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক হাসিনুর রহমান বাবু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফি উল্লাহ মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক পৌর ছাত্র লীগের সভাপতি ও যুবলীগ নেতা প্রভাষক হেলাল উদ্দিন খানসহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।