ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সকল জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে বড়াল নদী দখল করে নির্মিত অবৈদ বহুতল স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (২৭ মে) ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া মহল্লায় হাজির হয়ে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে ফেলার অভিযান পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে, উচ্ছেদকৃত অবৈধ ভবনটির মালিক টলটলিয়া গ্রামের বড়াল নদীর তীরের অধিবাসী ও পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বৃলাহিরীবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোতাহার হোসেন।তিনি প্রায় ৬ মাস পূর্ব থেকে বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নদী দখল বন্ধ করতে দখল কারী সচিব কে দপ্তরিক নিষেধজ্ঞা দিয়েছিলেন। পরবর্তীতে ভুমি জরিপে সত্যতা বেরিয়ে আসে জায়গাটি বড়াল নদীর।দখল কারী দীর্ঘ দিন ধরে সরকারী নির্দেশনা উপেক্ষা করে ভবন নির্মাণ কাজ অব্যাহৃত রাখেন।বড়াল নদী দখল করে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভবন নির্মাণের সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের টনক নড়ে।অবশেষে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনাটি উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। শনিবার(২৭মে) দিনব্যাপি অভিযান পরিচালনা করে নদী দখল করে নির্মিত অবৈধ্য ভবনের অংশ বিশেষ ভেঙ্গে ফেলা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নদী পয়স্তীর সম্পত্তি সরকারী সম্পত্তি।কারো নদী দখলের সুযোগ নেই। উপজেলা প্রশাসন নদী দখলের ব্যপারে সর্তক রয়েছেন ।