ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গত (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী’র সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে ফুটবলের ফাইনাল খেলায় সি.কে.বি আলিম মাদ্রাসাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিবি স্কুল এন্ড কলেজ। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় উপজেলার বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিতা রানী পাল, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী ও ক্রীড়া শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনের ফুটবলের ফাইনাল খেলায় প্রধান ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, শরৎনগর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল হামিদ, সহকারী হিসেবে ছিলেন সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক হেদায়েতুল হক ও ছোটবিশাকোল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিদ্দিকুর রহমান।
এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন ও আব্দুল জলিল।