এ. এইচ. মাসুক
পাবনায় বেড়ায় উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদউত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ০৭ টি প্রতিষ্ঠানকে নগদ ১ লক্ষ , ৯০ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার পাবনা জেলা । এ ঘটনায় মিষ্টির দোকান , খাবার হোটেল ও মেডিসিন ফার্মেসী ০৭ টি প্রতিষ্ঠান থেকে ভেজাল খাদ্য ও নকল ঔষুধ জব্দ করেছে র্যাব-১২।
আজ (৩০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এ.এসপি কিশোর রায় এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এর উপস্থিতিতে পাবনা বেড়া উপজেলায় কাশিনাথপুর বাজারে ভা¤্রমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নকল অনুমোদনহীন ঔষুধ তৈরি ও বিক্রি দায়ে মেসার্স কাওসার ফার্মেসী ৩০ হাজার টাকা , মেয়াদত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ক্রিসেন্ট ফার্মাকে ৫০ হাজার টাকা, অসাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার অপরাধে মোবারক হোটেলকে ২০ হাজার টাকা , অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানো ও বিক্রির দায়ে দাদা ভাই ও নিখিল মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা , অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিষ্টি বানানো ও বিক্রির দায়ে সততা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সাথে কথা হলে তিনি বাংলা খবর বিডিকে জানান , রমজান মাসকে কেন্দ্র করে সারাদেশের ন্যায়ে পাবনা জেলায় ভেজাল খাদ্য বিরোধী , অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও নকল মেয়াদ উত্তীর্ণ ওষুধ তৈরি ও বিক্রি বন্ধে আমরা এই অভিযান পরিচালনা করছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। আগামীতেও সাধারণ মানুষের সাথে প্রতারণা বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকেব।