মিজানুর রহমান:
সমৃদ্ধ শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে কোটি টাকা ব্যয়ের এ শ্রেণি নির্মাণকাজ উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম.আর খান মামুন, সদর উপজেলা ছালীগের সাবেক সভাপতি ইমরান শেখ, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সুমন শেখ, প্রধান শিক্ষক খন্দকার মোশারফ হোসেন, হেমায়েতপুর সাংগঠনিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ রঞ্জু, সাধারণ সম্পাদক আ: আজিজ খান, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ফুরকান শেখ, ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আ: হেলাল, ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শাহীন হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জাহান সহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়ও করেন তিনি।