স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার আয়োজনেগত ৮ জুলাই (শনিবার) পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১০টায় পাবনা মেডিকেল কলেজে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতীয়ুর রহমান।
বৃক্ষরোপণের পূর্বে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ উবায়দুল্লাহ ইবনে আলীরসভাপতিত্বেও বাপা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খানের পরিচালনায় কলেজের উন্মুক্ত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব’- শীর্ষক এআলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনপাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম শাফিকুল হাসান, পাবনা এডওয়ার্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শওকত আলী খান ও পাবনা মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক, সাহিত্যিক আখতার জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতীয়ুর রহমান বলেন, বিশ^ব্যাপী পরিবেশ আজ মারাত্মক হুমকির সম্মুখীন। এ থেকে পরিত্রাণ পেতে হলে দেশের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে সুনাগরিকের পরিচয় দিতে হবে। তিনি বলেন, আর কিছু না পারলেও আমরা সাধ্যমতো সবাই গাছ লাগাতে পারি, আর এর মাধ্যমে পরিবেশ হয়ে উঠবে সবুজ ও সতেজ।প্রধান অতিথি জোর দিয়ে বলেন, বৃক্ষরোপণের ক্ষেত্রে সঠিক গাছ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরে মাছ ছাড়ার সময় যেমন অন্য মাছের জন্য ক্ষতিকর মাছ ছাড়া যাবে না, তেমনি ভাবে বৃক্ষরোপণের সময় অন্য গাছের জন্য ক্ষতিকর গাছ যেন লাগানো যাবে না। পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ লাগানো যাবে না, বেশি বেশি দেশীয় গাছ লাগাতে হবে। তিনি এসময় মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষনে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ উবায়দুল্লাহ ইবনে আলী বলেন, বিশ^ব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে, অন্যদিকে পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়াতেও পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। গাছ ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে। তিনি উল্লেখ করেন, মানবদেহে রোগ হলে যেমন রোগ সারাতে ওষুধ খেতে হবে, একইভাবে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হলেও পর্যাপ্ত গাছ লাগাতে হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন , বিরূপ জলবায়ুর প্রভাবে দাবদাহের পরিমাণ কমাতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন,পাবনা মেডিকেল কলেজ পাবনাবাসীর প্রতিষ্ঠান, পাবনাবাসী এগিয়ে আসলে, বৃক্ষরোপণের এমন কার্যক্রম অব্যাহত থাকলে কলেজ প্রাঙ্গন সবুজ বৃক্ষরাজিতে সুশোভিত হয়ে উঠবে। তিনি আরও উল্লেখ করেন- এপ্রতিষ্ঠানকে সৌন্দর্যমন্ডিত করতে বাপার ভূমিকা অবশ্যই প্রশসংনীয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর ভিটিআইয়ের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আবুর কালাম আজাদ, টেবুনিয়া হাজেরা খাতুন গার্লস স্কুলের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, মেডিকেল কলেজ শিক্ষার্থীবৃন্দ ও মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন প্রজাতির ফলদ, ভেষজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।