ফরিদপুর প্রতিনিধি ঃ গতকাল ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পাদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে রক্তদান কর্মসূচী এবং সোনাহারা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মঞ্জুর রহমান উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: বিজুক খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর এস. এম. এ সবুর, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মান্নান, সিএইচসিপি মোছা. সেলিনা খাতুন। এ কমিউনিটি ক্লিনিকে ৬৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। সকাল ৯ টায় উপজেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার গ্রাম উন্নয়ন কর্মসূচির কর্মচারী রানা আহমেদ প্রথম রক্তদান করেন।