তানভীর ইসলাম
গত সপ্তাহ থেকে পাবনা সদর উপজেলা পাবনা গাছ পাড়া থেকে ডাক বাংলা পর্যন্ত রাস্তায় উভয় দিক দিয়ে পর্যা্প পরিমাণে বালি মাটি ফেলে এবং ঘাস ও আগাছা পরিষ্কার করে রাস্তা প্রসস্থ করন কার্যক্রম শুরু করেছে পাবনা সড়ক ও জনপথ বিভাগের দশ জন শ্রমিক।
কাজ প্রায় শেষ, এসময় পাবনা সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায় ও নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেেদের তথ্য অনুযায়ী রাস্তায় উভয় দিক দিয়ে অতিরিক্ত জায়গা না থাকায় বড় বাস গুলো রাস্তায় সাইড করতে সমস্যা হয়, সেক্ষেত্রে রাস্তা প্রসস্থ করলে ছোট যানবাহন গুলোও অনেক টা ঝুঁকি হিন ভাবে চলাচল করবে।
কাজের স্তির চিত্র গত দশ জুন শনিবার বিকাল ৫ টা পাবনা থেকে সংগৃহীত হয়েছে।