মিজানুর রহমান
পাবনা সদর উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা ( বারি সরিষা-১৪) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ধর্মগ্রামের শতাধিক কৃষকদের নিয়ে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।
বক্তব্য কালে তিনি বলেন,প্রকল্পটির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেলজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা হাসান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।কৃষকদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আব্দুস সুবহান ও মকবুল হোসেন। কৃষকরা বলেন,১ বিঘা বারি সরিষা-১৪ বিনা চাষে মাত্র ৩ হাজার খরচ হয়। আর উৎপাদন হয় ৫-৬ মন । তাতে অনেক লাভ হয় এই সরিষা চাষ করে। এ জন্য উপস্থিত সকল কৃষকদের বারি সরিষা – ১৪ চাষ করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান পিনু ও উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালেদিন আনাম। এসময় স্থানীয় শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।