ইউ এন এস ঃ পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ী সংযোগ সেতুর দাবীতে ক্ষুদ্র এনজিও জোট ও পাবনাবাসীর উদ্দোগ্যে গতকাল শনিবার সকাল ১১ পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূসী পালন করা হয়। পাবনা ক্ষুদ্র এনজিও জোটের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস নেটওয়ার্ক পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রব মন্টু। আরো বক্তব্য রাখেন মাছরাঙা টিভির পাবনা প্রতিনিধি শফিকুল ইসলাম রিজু, বার্তা সংস্হা ইউএনএস এর বার্তা সম্পাদক এস পারভেজ, ইছামতী থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, এনজিও কর্মকর্তা উদ্দীপনার আলেয়া ইয়াসমিন, শিউলি মহিলা উন্নয়ন সংস্হার উম্মে রুবাইয়া, বাঁশরী সংস্থার হোসনেয়ারা, উই এর পাবনা প্রতিনিধি রিমা পারভিন, প্রতিবন্ধী সেবা সংস্থার চেয়ারম্যান লুৎফর রহমান, শোভা সংস্থার চেয়ারম্যান হুমায়ুন কবির, ক্ষুদ্র এনজিও জোটের সদস্য সচিব নাসরীন পারভীন ও আহবায়ক আবু হানিফ প্রমুখ। বক্তারা বলেন পাবনার কৃতি সন্তান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন এই জনপদের পণ্য পরিবহন, ব্যবসা বানিজ্য ও যাতায়াত এবং দেশের সর্ববিহৎ বিনিয়োগ প্রতিষ্ঠান পাবনা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সহজ যোগাযোগের জন্য পাবনা মানিকগঞ্জ রাজবাড়ী সেতুর কোন বিকল্প নাই পাবনা বাসীর প্রাণের দাবী পাবনা মানিকগঞ্জ রাজবাড়ীর সংযোগ সেতুর।