শহর প্রতিনিধি ॥
পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীয়তার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮টায় পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডের বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের যাজক ইসাহাক সরকার। এর আগে শনিবার ভোরে পাবনা পুলিশ লাইলে অবস্থিত ও রোববার ভোরে আরিফপুর খ্রিস্টান কবরস্থানে মৃত ব্যাক্তিদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ ছাড়াও জেলার চাটমোহর,আটঘরিয়াসহ বিভিন্ন উপজেলার র্গীজা গুলোতে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
খ্রীস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করার তিনদিন পর আজকের এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট পূনরুত্থিত হয়েছিলেন।