শহর সংবাদদাতা:
পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম আজিজুল হকের ৫৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে এ উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি প্রফেসর শহিদুর রহমান শহিদ। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধার উপস্থাপনায় বক্তব্য রাখেন দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদস্য আব্দুল হামিদ খান, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, রিজভি রায়সুল ইসলাম জয়, মনিরুজ্জামান শিপন প্রমুখ। বক্তাগণ বলেন, আজিজুল হক ছিলেন একজন সৎ ও আপোষহীন সাংবাদিক। তিনি কোন রক্ত চক্ষুকে ভয় পেতেন না। তার জীবনী থেকে আমাদের অনেক শেখার রয়েছে। বক্তাগণ তার জীবনীর উপর দীর্ঘ আলোচনা ও স্মৃতিচারণ করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম। স্মরণ সভা ও দোয়া মাহফিলে পাবনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম এ কে এম আজিজুল হক (বিএসসি ক্যাল) বাংলাদেশ সাংবাদিক সমিতি এবং তৎকালিন পূর্ব পাকিস্তান মফস্মল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি পাবনা থেকে তৎকালিন সময়ে সাপ্তাহিক পাক হিতৈষী নামে একটি পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করতেন।