ইউ এন এসঃ পাবনার নবাগত জেলা প্রসাশক ও পাবনার ঐতিহ্যবাহী চাঁপাবিবি ওয়াক্ফ এস্টেট মসজিদ কমপ্লেক্সে কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার(২১ জুলাই) পাবনায় নতুন কর্মস্থলে যোগদান করেন এবং পরদিন শুক্রবার পাবনার ঐতিহ্যবাহী চাঁপাবিবি ওয়াক্ফ এস্টেট মসজিদ কমপ্লেক্সে জুম্মার নামাজ আদায় করেন। এসময় মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পাবনা জেলা একটি পুরাতন জেলা আমি পাবনার মানুষের সেবা করার দায়িত্ব পেয়ে গর্ববোধ করছি। তিনি আরো বলেন, আমি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যেতে চাই। তিনি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। নামাজ শেষে তিনি চাঁপাবিবি ওয়াক্ফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক শরিফ আহমেদ, মসজিদ কমিটির মুতওল্লী আলহাজ্ব হারুন অর রশিদ লালজু, কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার, আলহাজ্ব আব্দুল হান্নান, দৈনিক সিনসা’র সম্পাদক এস এম মাহাবুব, বার্তাসংস্থা ইউএনএস’র বার্তা সম্পাদক এস পারভেজ মো. শেখ মহিউদ্দিন, ডা. আবদুল আজীজ, মো. দুলাল সরকার মো. শফিকুল ইসলাম, মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাও. মুফতি সিবগাতুল্লাহ বিন মাকছুদুর রহমান, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল হান্নান, মোয়াজ্জেম হাফেজ মো. ইমরান হোসেন ও মুসুল্লিবৃন্দ। উল্লেখ্য নবাগত জেলা প্রশাসক আসাদুজ্জামান বিদায়ী জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।