নিজস্ব প্রতিনিধি
গতকাল সোমবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনার জেলা প্রশাসক ও চাঁপা বিবি ওয়াকফ্ মসজিদ কমিটির সভাপতি বিশ^াস রাসেল হোসেনের এর সাথে মসজিদ এর নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁপা মসজিদের নানা উন্নয়নমূলক কাজ, দ্বিতীয় তলার অজুখানা নির্মাণ এবং মাহে রমজান উপলক্ষ্যে নানা প্রস্তুতিমূলক কাজের ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়। মসজিদের আয় ব্যয় নিয়েও আলোচনা হয়। এর আগে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম মুকুল এর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং শোক প্রস্তাব আনা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর এমডি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, স্কয়ারের পরিচালক আলহাজ¦্ দবির উদ্দিন আহমেদ, আলহাজ¦ মুক্তার হোসেন, আলহাজ¦ ইউনুছ আলী, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ- সভাপতি , চ্যানেল আই ও যুগান্তরের সাংবাদিক আখতারুজ্জামান আখতার, আলহাজ¦ শফি উদ্দিন মিয়া, চাঁপা মসজিদের মোতাওয়াল্লি ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব হারুনর রশীদ খান লালজু, আলহাজ মাহাবুল আলম রতন, আলহাজ আবুল হোসেন, আলহাজ কুতুব উদ্দিন বিশ^াস, আলহাজ্ব আশরাফ হোসেন খান প্রমুখ।