পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ০২ মে ২০২৩ খ্রি. তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচীর আওতায় বেড়া উপজেলার জাতসাখিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি), বেড়া জনাব রিজু তামান্না এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার জনাব পারুল আকতার (সিনিয়র সহকারী জজ), চেয়ারম্যান, জাতসাখিনি ইউনিয়ন পরিষদ জনাব মোঃ আবুল কালাম আজাদ, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, পাবনা জনাব রেবেকা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, পাবনা জনাব মোঃ আঃ আউয়াল। বিশেষ অতিথি ও জেলা লিগ্যাল এইড অফিসার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিশেষ করে তিনি দেশের সকল জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করা লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে সরকার কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করেন। তিনি আরও বলেন জাতীয় আইনগত সহায়তা সংস্থা প্রতিটি জেলায় জেলা লিগ্যাল এইড অফিস হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল জনগণকে সংবিধানের অন্যতম মৌলিক অধিকার বিচার লাভের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। চেয়ারম্যান, সাতসাখিনি ইউপি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ গৃহীত সকল সেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহবান জানান। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। উপরিচালক মলিা বিষয়ক অধিদপ্তর, পাবনা সকল অভিবাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে দরেন। পাশাপাশি তিনি নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা উপস্থিত মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। সভাপতি তাঁর বক্তব্যে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ভবিষ্যত প্রজন্মকে এখন থেকেই প্রস্তত করতে সকল মায়েদের প্রতি বিশেষ আনুরোধ করেন। তিনি সরকার গৃহীত সকল উন্নয়ন কর্মকান্ডে জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। পাশাপাশি তিনি মায়েদের সচেতনতার মাধ্যমে আলোকিত পরিবার তথা আলোকিত বাংলাদেশ, বিশেষ করে স্মার্ট বাংলাদেশ গড়তে সকল মায়েদেরকে প্রতি বিশেষ আহবান জানান। বিশেষ অতিথিবৃন্দ শিক্ষা সহায়তা কর্মসূচীর আওতায় গৃহীত বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচীর কথা তুলে ধরেন এবং এসকল কর্মসূচীর আওতায় গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সকল মায়েদের প্রতি বিশেষ আহবান জানান। মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী-পেশার মহিলাসহ প্রায় চারশতাধিক মহিলা অংশগ্রহণ করেন।