খালেদ আহমেদঃ গতকাল শুক্রবার ২৮ জুলাই বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বুকুল স্বাধীনতা চত্বরে নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো পাবনা জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন। কে হবেন সভাপিতি ও সাধারণ সম্পাদক এই নিয়ে সকল নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন উঠেছিল। আমাদের সমর্থনের নেতা নির্বাচিত হবেন কিনা এই নিয়ে সকল নেতাকর্মীদের মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছিল। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সাথে জেলার সকল উপজেলা ও থানাসহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জেলার সকল নেতা কর্মীদের চাওয়া ছিল গনতান্ত্রিক পদ্ধতিতে একটি নিরপেক্ষ এবং শক্তিশালী কমিটি। যেটা সুষ্ঠু ও নিরপেক্ষ নেতৃত্ব গঠন করবে এবং আগামী জাতীয় নির্বাচনে দলের জন্য বিজয় বয়ে আনবে। কিন্তু প্রধান অতিথি তার বক্তব্যে সুস্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রে গিয়ে দলের চেয়ারম্যান এর সাথে আলাপ করে পাবনায় সুন্দর একটি কমিটি ঘোষণা দেবেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব খুলনা বিভাগ, সহিদুর রহমান টেপা,
প্রধান বক্তা ছিলেন জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির,
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা এড. জহিরুল হক জহির, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব গোলাম মোহাম্মাদ রাজু, জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব জাতীয় ও জাতীয় স্বেচ্ছাসেবক বেলাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন দপ্তর সম্পাদক সুমরেশ মন্ডল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের খাঁন কদর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর আলী খান মান্নাফ।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক তরিকুল আলম স্বাধীনের সার্বিক ব্যবস্হাপনায সভাপতিত্ব করেন পাবনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা জেলা জাতীয় পার্টির যুগ্ন সদস্য সচিব রেজাউল করিম রানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক রিপন হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য পরাগ হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আফজাল হোসেন মালিথা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য রেজাউল করিম, জেলা জাতীয় পার্টির সদস্য জিএম খান, আটঘরিয়া উপজেলা সভাপতি আব্দুল করিম খোকন, ভাঙ্গুড়া উপজেলা কমিটির আহ্বায়ক ড. আব্দুল আজিজ, চাটমোহর উপজেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুস সাত্তার ও বেড়া উপজেলা সদস্য সচিব আশরাফুল ইসলাম।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা উপজেলা থানা ইউনিয়ন ও মাঠ পর্যায়ের প্রায় ১ হাজার নেতাকর্মী।