বিশেষ প্রতিনিধিঃ
গতকাল শনিবার (১৯আগস্ট) পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির পুর্নাঙ্গ কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সকল প্রবীন এবং নবীন নেতা কর্মীদের নিয়ে জেলার সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পুর্নাঙ্গ কমিটি গঠনের এ সফল প্রচেষ্টা চালান সম্পাদক স্বাধীন। সকাল ১০ টায় শুরু হয়ে
দিনব্যাপী এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলার নব নির্বাচিত সভাপতি আব্দুল কাদের খাঁন কদর। সভাটি পরিচালনা করেন জেলার নব নির্বাচিত সাধারণ সম্পাদক তারিকুল আলম স্বাধীন। সভায় মতামত পেশ করে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব নাসির চৌধুরী,
সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, জেলা জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলাম শহীদ, খোকন, বিষু, রন্টু, শফিক,পিলা, ঈমান আলী, শামীম আহমেদ, আকরাম, রনি প্রমুখ। জেলার সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের মৃধার সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আফজাল হোসেন মালিথা, রানীনগর ইউনিয়ন সভাপতি আবু তালেব সর্দার, সুজানগর উপজেলা সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম দায়েন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি গোলাম রসুল লিটন, সদস্য সচিব শামীম খান, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ইকবাল হোসেন,
সদর উপজেলা সদস্য সচিব সাইফুল, সুজানগর উপজেলা সাধারণ সম্পাদক, সদর থানার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্বাস আলী, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি খলিলুর রহমান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, আমিনপুর থানা সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাঁথীয়া সদস্য সচিব, আব্দুল আলিম চাঁদ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক খাইরুল ইসলাম সদস্যসচিব কল্লোল।
২ পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে সকল নেতাদের মতামতে কমিটি গঠনের আলোচনা। ২য় পর্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে শক্তিশালী করার উদ্যেশ্যে পাবনার ৫টি আসনে প্রতিদ্বন্দীতায় অংশগ্রহণের জন্য সদস্য নির্বাচন করা।
স্বাধীন বলেন কোন পকেট কমিটি এখানে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটি উপজেলা, থানাসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনারাই আপনাদের নেতা নির্ধারণ করে আমাদের কাছে তালিকা দেবেন আমরা সেটা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ একটি গ্রহনযোগ্য কমিটি আপনাদের উপহার দেব।
তিনি আরো বলেন দলের একজনের বিপদে প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে, এর জন্য ফান্ড তৈরি করতে হবে। কোন নেতা তার দলের কর্মী অথবা এক নেতা আরেক নেতার কাছে টাকা পয়সা চাওয়া এগুলো চাঁদাবাজির মধ্যে পড়ে। সেও দল চালাচ্ছে আপনিও দল চালাচ্ছেন। আপনি তার কাছে টাকা নিয়ে কোন অনুষ্ঠান করলে তারও তো দল চালাতে হয় সে কার কাছ থেকে টাকা নেবে।
নবনির্বাচিত জেলার সাধারণ সম্পাদক স্বাধীন আগামী নির্বাচনে সদর আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থিতা প্রত্যাশা করে কে কে সমর্থন করেন জানতে চাইলে উপস্থিত শতভাগ নেতা কর্মীরা হাত তুলে সমর্থন জানান। উল্লেখ্য গত ৯আগস্ট বুধবার বিকেলে দলের
কেন্দ্রিয় যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দলকে শক্তিশালী করতে দলের চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশে আব্দুল কাদের খান কদরকে সভাপতি ও তারিকুল আলম স্বাধীনকে সাধারণ সম্পাদক করে পাবনা জেলা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।