আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি পালন উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সভায় দলের সাংগঠনিক বিষয়াদি ও আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয় নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তাছাড়া ১লা আগস্ট ১১টা থেকে কালো ব্যাচ ধারণ ও বিতরণ,১৫ আগস্ট সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৭:১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৫ই আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা পালন করবে জেলা যুবলীগ ও ছাত্রলীগ,৮ই আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করবে জেলা সেচ্ছাসেবক লীগ ও জেলা যুব মহিলা,২১ আগস্ট পালন করবে জেলা মহিলা আওয়ামী লীগ এবং ৩টি ওয়ার্ড মিলে অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব, চারতলা মোড়,ছাতিয়ানি মোড়, হাসপাতাল মোড়, রাধানগর কলেজ গেইট মোড়ে শোক দিবসের দোয়া ও আলোচনা সভা পালনের বিষয়টি সিদ্ধান্ত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।