জাহাঙ্গীর হোসেন ঃ গত কাল পাবনা জেলার আমিনপুর থানায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।পাবনাকে মাদক মুক্ত রাখার দৃঢ়প্রত্যয়ে পুলিশ সুপার আকবার আলী মুন্সীর নির্দেশনায় আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এর নেতৃত্বে, এস আাই ব্রজেশ্বর বর্মন, এস আই কুতব উদ্দিন, গোপন সংবাদ এর ভিত্তিতে একদল অভিধানিক সঙ্গীও ফোর্স সহ নিয়মিত অভিযান চালিয়ে ১৮ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার গোভির রাতে আমিনপুর থানার বিরাহিমপুর বাজর অটোগ্যারেজ সংলগ্ন ছাত্তার এর চায়ের দোকানের সামনে থেকে আটক করে। চিহ্নিত মাদক ব্যবসায়ি মোঃ শরিফ শেখ (৩০), পিতা মৃত আব্দুল খালেক শেখ, মাতা মৃত সাহাতুন খাতুন, সাং- বিরাহিমপুর বাজার পাড়া। আসামিকে ১০০( একশত) গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান। উল্লেখ্য পুলিশ জানিয়েছেন আসামির বিরুদ্ধে আরও ৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।