মিজানুর রহমান:
পাবনায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা কৃষক লীগের সভাপতি সহিদুর রহমান শহিদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাস,ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০২৩-২০২৪ খ্রি: মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ফসলে বিনা মূল্যে বীজসহ রাসানিক সার এবং পাট ফসলে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠনটি সঞ্চালন করেন উপসহকারী কৃষি অফিসার মো.আবু সাইদ শিখন।
মেলায় ১৪টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। তিনব্যাপি মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।