পাবনায় বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলার উদ্বোধন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বুধবার (১২ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন তিনি। বাঙালি সংস্কৃতি সংশ্লিষ্ট নানা উপকরণ প্রদর্শনীর লক্ষ্যে মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় পঁয়ত্রিশটি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার আকবর মুন্সী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, রাজা মোবিল ও ডিজেল ফিল্টার লিমিটেডের কর্ণধার আফজাল হোসেন রাজা।
এ সময় সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।