২৭ মে ২০২৩ শনিবার বিকাল ৩.৩০ মিঃ থেকে ৫.৩০ মি: পর্যন্ত অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তন, পাবনায় “জেলায় মানবাধিকার বিষয়ে ত্রৈমাসিক সংলাপে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, পাবনার আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ঢাকা ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি, পাবনার সহযোগিতায় নেটওয়ার্ক আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), পাবনা মোঃ জিয়াউর রহমান ও পাবনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আখতারুজ্জামান মুক্তা। সন্মানিত অতিথি ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ঢাকার সিনিয়র ল. ইয়ার এ্যাড. নাহিদ সামস ও এ্যাড নাসরীন মাহমুদ। সভায় স্বাগত বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন নেটওয়ার্ক সেক্রেটারী আব্দুর রব মন্টু।
সংলাপে প্রধান অতিথি বলেন, পাবনায় আত্মহত্যা বেশি। সামাজিক সমস্যা কিভাবে দূর করা যায় সবাইকে সেদিকে নজর দিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন কোনো বিচার প্রার্থী যেন বঞ্চিত না হয়। অসৎ পুলিশের বিরুদ্ধেও কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।
সংলাপে কথা বলেন পাবনা দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক সহিদূর রহমান সহিদ, সাংবাদিক কামাল সিদ্দিকী, সাংবাদিক রিজভী রাইসুল জয়, ঈশ্বরদীর নির্যাতনের শিকার শিশুর মা সালমা খাতুন। সুজানগরের সাহাবুদ্দিন, চাটমোহরের অপূর্ব কুমার সিং, সাংবাদিক তৌফিক হাসান, আদিবাসী নেতা আশিক বানিয়াজ, শিক্ষক হেলেনা খাতুন, এনজিও পরিচালক আব্দুস ছামাদ, শিক্ষক উম্মে হাবিবা প্রমুখ।