পাবনায় পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের মহানয়িকা সুচিত্রা সেনের জন্ম বাষিকী। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সুচিত্র সেনের পৈত্রিক নিবাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুনসী। পরে আলোচনা সভা, সুচিত্র সেনের চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।