, ১ মার্চ: মহান মুক্তিযুদ্ধ সহ আইন-শৃংখলারক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।সকালে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্মৃতি স্তম্ভে পু¯পার্ঘ অর্পনকরা হয়। পরে পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশপরিবারের সদস্যদের সম্বর্ধনা। পুলিশসুপার আকবরআলীমুনসীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক বিশ্বাসরাসেল হোসেন, পিবিআইপুলিশ সুপার ফজলেএলাহী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুররহমান হাবিব,অতিরিক্ত পুলিশসুপার মাসুদ আলম, পৌর মেয়র শরীফপ্রধান, প্রেসকøাবেরসভাপতি এবি এম ফজলুররহমান সহ বিশিষ্ট জনেরা।মুক্তিযুদ্ধে পাবনায় পাক হানাদারদের সাথে সম্মুখযুদ্ধে ২১ জনসহ বিভিন্নসময়ে কর্তব্যরত অবস্থায় শহীদ হন ৫৩ জন পুলিশ।