তানভীর ইসলাম
পাবনায় গত বছরের তুলনায় পাট চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে কৃষকদের। পাবনা সদর দাপুনিয়া ইউনিয়নে কৃষকের তথ্য সমুহে জানা যায় আগের তুলনায় পাটের আবাদ বহু গুন বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে এই ইউনিয়ন প্রায় চারটি গ্রামে প্রায় সাতশ বিঘা জমিতে পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে।
এসময় একজন পাট চাষি জানান, ১ বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হয় ১১ থেকে সাড়ে ১২ হাজার টাকা। আর ফলন ভালো হলে বিঘা প্রতি ১০/১১ মণ পাট পাওয়া যায়। তাছাড়া অন্যান্য ফসলের তুলনায় পাট চাষ বেশি হওয়ায় উপজেলার কৃষকেরা পাট চাষে ঝুঁকছেন।
এসময় একজন প্রান্তিক কৃষক আক্কাস বলেন গত বছর ৪-৫ বিঘা জমিতে পাট আবাদ করেছিলেন। প্রায় ৩৫ থেকে ৪০ মণ পাট হয়েছিল। গড়ে তিনি পাট বিক্রি করেছিলেন ৩০০০/ টাকা থেকে ৩২০০ টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় এবছর ৭ থেকে ৮ বিঘা জমিতে পাট আবাদ করেছেন। তিনি আশা করছেন এবারও পাটের ভালো দাম পাবেন। কিন্তু পাট কাটার পরে পানি স্বল্পতার জন্য পাট জাগ দিতে নিয়ে ব্যাপক সংকটে পরেছে কৃষকরা। তিনি বলেন এবছর তেমন বৃষ্টি না থাকার জন্য জমিতেও তেমন পানি যায়নি। এদিকে খাল বিল গুলোতেও পানি স্বল্পতা থাকায় স্থানীয় ডোবায় পাট জাগ দিতে নিয়ে মৎস্য চাষের ভিষণ ক্ষতি হচ্ছে। তাছাড়া এবছর পাটের ভালো আবাদ ও দামও ভালো পাবেন বলে মনে করেন তিনি।