মিজানুর রহমান,:
পাবনায় দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব উদযাপিত হচ্ছে। শনিবার (৩ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষেপাবনার সংস্কৃতিমনা ব্যক্তিদের সাথে বসে নৃত্য, গান ও আবৃত্তি সহ সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন তিনি।
এছাড়া পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আ. মতীন খান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমী, জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি সহ সংস্কৃতিমনা শতাধিক ব্যক্তি এ আয়োজন উপভোগ করেন।
আগামী ৪ জুন দুদিনব্যাপী অনুষ্ঠিত এ সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিন।