বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে জেলা প্রশাসন পাবনার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের খেলা পাবনা জেলা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, ফুটবল কিমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ বাংলাদেশ সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে বেড়া সরকারি কলেজ ১-০ গোলে ফরিদপুর পংগুলি শহিদুল্লাহ কলেজ এবং হাজী জামাল উদ্দিন কলেজ ভাঙ্গুরা দেবোত্তর দোগড়ী কলেজ ট্রাই ব্রেকারে ১-০ গোলে জয় লাভ করে। খেলায় ধারাবর্ণনা করেন ভগিরথপুর কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল হক ।