পাবনায় আরো ৮শ ৭২টি পরিবারকে জমি সহ আধাপাকা ঘর প্রদান ও আরো তিনটি উপজেলাকে ভুমিহীন –গৃহহীনমুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ মার্চ সকাল ৯ টায় ভার্চুয়ালী হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস বিফিং এ তথ্য জানান জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন।
জেলা প্রশাসক জানান জেলার আটঘরিয়া, পাবনা সদর ও সাথিঁয়া উপজেলা কে ভুমিহীন- –গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। এর আগে ঈশ^রদী উপজেলা কে ক ভুমিহীন –গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। প্রেস বিফিং এ জানাযায় এবার ১৫১৮ টি ঘর এর অনুমোদন পাওয়া গেছে এর মধ্যে ৮৭২ টি হস্তান্তর করা হবে।
প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমূখ।