জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জেলা আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে বক্তব্য দেন শীর্ষ নেতারা।
এরপর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখা ও জেলা ছাত্রলীগও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় জেলা আ.লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, সদস্য রফিকুল ইসলাম রুমন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।