পাবনার সুজানগর উপজেলার দুলাই সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ’র ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক অত্র কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক তরুন কান্তি মন্ডলের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার (০৬ আগস্ট) সকালে দুলাই বাজারে এলাকাবাসী, কলেজের স্টাফ ও শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্যদেন প্রভাষক আশেক ইমরান, এ.কে.এস ফজলুল হক খাঁন,মাহাবুল কবির পলাশ, আব্দুল্লাহ আল মামুন কলেজের ছাত্র মাহমুদুল হাসান মৃদুলসহ অনেকে।
বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুল লতিফ দির্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসছিল, তার প্রতিবাদ করায় অধ্যক্ষ আব্দুল লতিফ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রভাষক তরুন কান্তি মন্ডলের উপর হামলা ও হত্যাচেষ্টা করে। বক্তরা ভারাটিয়া সন্ত্রাসী সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।