তানভীর ইসলাম
গত ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার পাবনা সড়ক ও জনপথ বিভাগের সার্বিক তত্বাবধানে ও আলহাজ্ব কাচ ঘরের সহযোগীতায় পাবনার প্রধান সড়কে আবদুল হামিদ রোডে অবস্থিত ইনদারা মোড়ে রোড ডিভাইডার সংস্করণ তথা পেন্টিং কার্যক্রম চালু করা হয়েছে। এসময় রাস্তায় রোড ডিভাইডার গুলো সম্পূর্ণ হলুদ রঙের করে নিয়ে পরে লাল রং এর ডোরা কাটা দাগ করা হয়। এসময় অন্তত বিশটি রোড ডিভাইডার সংস্করণ কার্যক্রম চলমান ছিল। এসময় পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ কার্যক্রম সুষ্ঠ ভাবে করার নির্দেশনা প্রদান করেন।