নতুন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন পাবনা সফর উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। দুপুরে দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি ¯স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির সঞ্চালনায় এ সভায় বক্তব্য দেন জেলার সকল সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান সহ দলীয় নেতৃবৃন্দ। আগামী ১৫ থেকে ১৭ মে রাষ্ট্রপতি তিন দিনের সফরে তার নিজ জেলা পাবনা আসার কথা রয়েছে।