মিজানুর রহমান:
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওয়ার্ডটির কাচারপুর শিহাব মাস্টারের বাড়ির উঠানে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে নিয়ে কখনো ভাবেন না। তিনি বাংলাদেশের সকল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এসকেন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাফফার ও ফিরোজের পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন ,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ খান,সাধারণ সম্পাদক শওকত আলী খান, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা ইসহাক সরকার, আব্দুল হামিদ রতন প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।